রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

লিগে ভালো শুরুর লক্ষ্য মোহামেডানের অধিনায়ক সাকিবের

স্পোর্টস রিপোর্টার : আজ থেকে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। টুর্নামেন্টে শুরুটা ভালো করতে চান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, দলের লক্ষ্য শুরুটা ভালো করা। অনেকদিন ধরে মাঠের বাইরে কঠিন সময় কাটাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মাঠেও তার প্রভাব পড়েছে। সব ধরনের প্রতিযোগিতাতেই মোহামেডানের আগের সেই তেজ এখন দূরের বাতিঘর। নতুন করে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে কিছুদিন আগে নতুন কমিটি করেছে মোহামেডান। ডিপিএলেও বলার মতো একটা দল গড়েছে ক্লাবটি। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, সামছুর রহমান শুভ, আবু হায়দার রনি, শুভাগত হোম চৌধুরীর মতো ক্রিকেটার আছেন মোহামেডানে। শনিবার (২৯ মে) দলের জার্সি উন্মোচনে সাকিব জানালেন, তাদের লক্ষ্য তালিকার ওপরের দিকে থাকা। সাকিব বলছিলেন,‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা যেতা, যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভাল হয়। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভাল খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।' সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়েও কথা হলো। বল হাতে মোটামুটি পারফরম্যান্স দেখাতে পারলেও সিরিজে ব্যাট হাতে পুরো ব্যর্থ সাকিব। তিন নম্বর পজিশনে ফিরে তিন ম্যাচে রান করতে পেরেছেন ১৫টি। এক মুশফিকুর রহিমকে বাদ দিলে দলের ব্যাটিং পারফরম্যান্সও প্রশ্নবিদ্ধ। সাকিব বললেন, শ্রীলংকা বাজে ক্রিকেট না খেললে সিরিজ জেতা নাও হতে পারত বাংলাদেশের। বলছিলেন, ‘অবশ্যই আমি যেটা আশা করেছি তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়, এটাই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভাল। অবশ্যই ৩-০ হলে ভাল হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভাল খেলতো তাহলে ফল অন্য রকমও হতে পারতো।' বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকায় প্রত্যাশার পারদ বেড়েছে টিম মোহামেডানের। তিনি দলে আছেন বলেই মৌসুমের পর মৌসুম টেবিলের তলানিতে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি এবারের মৌসুমে শিরোপা ঘরে তোলার বর্ণিল স্বপ্ন বুনছে। গতকাল মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের টপ অর্ডার ব্যাটার শামসুর রহমান শুভ বলেন,‘অবশ্যই সাকিব থাকাটা তো আমাদের জন্য বাড়তি একটা প্লাস পয়েন্ট। শুধু আমাদের না, সাকিব যে দলে থাকবে সে দলের জন্যই সে বাড়তি সুবিধা বা শক্তি এনে দিবে। এজন্য চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা তো এখন আরো বেশি প্রত্যাশা করছি শিরোপা জেতার। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটা ম্যাচে ২ পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ ধরে এগোনোর লক্ষ্য আমাদের।’ করোনার দাপটে এক বছরেরও বেশি সময়ের বিরতির পরে মঙ্গলবার থেকে টি টোয়েন্টি সংস্করণে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০ স্থগিত মৌসুমের খেলা। লম্বা বিরতির পর ক্রিকেটে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বাসিত শামসুর রহমান শুভসহ লিগ খেলুড়ে সবাই। ‘এটা খুবই ভাল উদ্যোগ। দেখেন আমরাও কিন্তু মাঠে ফেরার অপেক্ষায় ছিলাম। খেলতে না পারলে শুধু আর্থিক না আমাদের ক্রিকেটটাও ক্ষতি হয়। এখানে আমি বিসিবি, ক্লাব এবং সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাবো।’ ৩১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মৌসুমের উদ্বোধনী ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

অনলাইন আপডেট

আর্কাইভ