রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

গুজরাটে কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত ৫

৬ জানুয়ারি, এনডিটিভি : ভারতের গুজরাট রাজ্যের একটি কারখানায় মজুদ রাখা রাসায়নিক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্যের সুরাট জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২০ জনকে। তাদের অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময়ে সাচিন শিল্প এলাকায় অবস্থিত ওই ডায়িং কারখানার ভেতরে ছিলেন শ্রমিকরা। সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের ভারপ্রাপ্ত দমকল কর্মকর্তা ভাষাণ পারেক এ তথ্য জানান। ভাষাণ পারেক বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। 

তিনি বলেন, কারখানার সড়কের পাশে মজুদ রাখা রাসায়নিকের ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া গ্যাস গ্রহণ করে অজ্ঞান হয়ে পড়েন ২৫ থেকে ২৬ শ্রমিক। ওই কর্মকর্তা আরও জানায়, দ্রুত তাদের নতুন সিভিল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে এ পর্যন্ত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে ট্যাংকারের ভাল্ব বন্ধ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

অনলাইন আপডেট

আর্কাইভ