রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ইতালিতে পঞ্চাশোর্ধ্বদের জন্য টিকা বাধ্যতামূলক

৬ জানুয়ারি, দ্য গার্ডিয়ান : পঞ্চাশ বছরের বেশি বয়সীদের জন্য করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে ইতালি। সংক্রমণের নাটকীয় ঊর্ধ্বগামিতার ফলে হাসপাতালগুলোতে চাপ কমাতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। ইউরোপে টিকা গ্রহণের ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠোর পদক্ষেপ। অবিলম্বে এই বিধি কার্যকর হবে। গত বুধবার মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে কর্মক্ষেত্রেও টিকানীতি কঠোর করছে ইতালি। পঞ্চাশোর্ধ সরকারি-বেসরকারি কর্মজীবীদের টিকাদান ও সুস্থ হওয়ার সনদ দিয়ে হেলথ পাস সংগ্রহ করতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ