রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে অংশ নিবে ইমরান

 স্পোর্টস রিপোর্টার : বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। আগামী ১৬-২১ মার্চ বেলগ্রেডে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস। ইমরানকে নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আশাবাদী। এ প্রসঙ্গে বাংলাদেশঅ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ইনডোরে অংশ নেয়ার রেকর্ড আমাদের আগে নেই। ইমরান অত্যন্ত সম্ভাবনাময়ী। গতকাল সর্বশেষ এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। বেলগ্রেড যাওয়ার আগে এখন সে শুধু অনুশীলনের ওপর থাকবে।' বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গে ইমরানকে যোগাযোগ করিয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ইমরান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বিশ্ব ইনডোর গেমসের জন্য সব কিছু সমন্বয় করছেন বলেই জানালেন মন্টু। রোববার লন্ডনে এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় ৬০ মিটার ইনডোরে ইমরান ৬.৬৮ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। এ টাইমিং ১০০ মিটারের অনুপাতে বাংলাদেশে যে জাতীয় রেকর্ড করেছিলেন এর সমান। ইমরানকে নিয়ে বড় স্বপ্ন বাংলাদেশের। সাধারণ সম্পাদকের কথা, ‘সামনের বছর এশিয়ান গেমস তো বটেই, এশিয়ান গেমসেও তাকে নিয়ে আমরা আশা রাখছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ