রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

থাইল্যান্ড গেছেন সেনাপ্রধান

 

স্টাফ রিপোর্টার: অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগদানের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার সরকারি সফরে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ৮ জুলাই সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন। সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি ওসিএ’র এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন।

এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন সেনাপ্রধান। সফর শেষে সেনাপ্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পৌঁছাবেন বলে জানিয়েছে আইএসপিআর।

অনলাইন আপডেট

আর্কাইভ