রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

বিদেশের ৫ মিশনে রাষ্ট্রদূত পদে বড় রদবদল

স্টাফ রিপোর্টার: বিদেশের ৫ মিশনে একযোগে রাষ্ট্রদূত পদে রদবদল করা হয়েছে। দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া ও ভিয়েতনাম। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে রদবদলের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মিসরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সামিনা নাজ। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে ইতালিতে বদলি করা হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি ইতালির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে মালয়েশিয়ার দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ারের স্থলাভিষিক্ত হবেন।

এছাড়াও ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলে নিয়োগ পেয়েছেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল মো. লুতফর রহমান। সেই সঙ্গে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিকদার বদিরুজ্জামান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অণুবিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত।

অনলাইন আপডেট

আর্কাইভ