সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

আদালতে ডা. শফিকুর রহমানের হাজিরা 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে সিএমএম কোর্টে হাজির করা হয় -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এদিন ২০১৩ সালের ঢাকার উত্তরা পূর্ব থানার একটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য আনতে ব্যর্থ হওয়ায় আগামী মাসের ২১ তারিখ পরবর্তী দিন ধার্য করেন।

গতকাল ডা. শফিকুর রহমানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোয়াজ্জেম হোসেন হেলাল, এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, রোকন রেজা, এম আর মাসউদ প্রমুখ।

আইনজীবীরা জানান, দশ বছর আগের একটি পুরনো মামলায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতার দেখিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এ মামলায় দ্রুত বিচার করার জন্য রাষ্ট্রপক্ষ তড়িঘড়ি করছে। কিছু দিন পর পর দ্রুত তারিখ দিয়েও রাষ্ট্রপক্ষ এ মামলায় সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে এ মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে বলে আইনজীবীরা অভিযোগ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ