বুধবার ০১ মে ২০২৪
Online Edition

মেয়েদের সাফে আবার বাংলাদেশ-ভারত ফাইনাল

স্পোর্টস রিপোর্টার: স্বাগতিক নেপাল ও ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে লাল সবুজ দলের প্রতিপক্ষও ঠিক হয়ে গেলো বৃহস্পতিবার। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালের মঞ্চে উঠেছে ভারত। এ নিয়ে মাসখানেকের মধ্যে দ্বিতীয়বার মেয়েদের সাফে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ সাফে ঘটনাবহুল ম্যাচে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ১০-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো স্বাগতিক নেপাল ও ভুটান। ভুটানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে পাওয়া ৩-০ গোলের জয়টি সান্ত¡না হয়ে থাকলো স্বাগতিকদের জন্য। রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত। তাদের একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। টানা তিন জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগের দুই ম্যাচে হেরে আসা ভুটানের বিপক্ষে আজ শুক্রবার খেলবে সাইফুল বারী টিটু দল। উল্লেখ্য আগামী ১০ মার্চ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। 

অনলাইন আপডেট

আর্কাইভ