রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে ইয়াসিন (২২) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন তিনি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার বলেন, আমার ছেলে পেশায় অটোরিকশা চালক। দীর্ঘ দিন ধরে সে ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছে সে। পরে আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে আমার ছেলেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তার লাশের ময়না তদন্ত করা হবে।  কলেজছাত্রীর লাশ উদ্ধার: এদিকে রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের একটি বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিতিকা আজিমপুর গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপাড়ায় পরিবারের সঙ্গে নিজ বাসায় থাকতেন তিনি। কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুন নাহার জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইন ঋষিপাড়ার একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, পরিবারের মাধ্যমে জানতে পারি আনিতা সুলতানা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৭/১৮ দিন আগে তার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ