শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

দিন মজুর

মোস্তফা কামাল সোহাগ

দিনে আনে দিনে খায়

চালায় ঠেলাগাড়ি

ফুটপাতে রাত কাটে

নেই ঘর বাড়ি।

 

সারাদিন কাজ করে

ঝরে মাথার ঘাম

সবাই করে অবহেলা

পায় না যে দাম।

 

নুন আনতে পান্তা ফুরায়

নিত্য অভাব ঘরে

ক্ষুধার জ্বালা বুকে নিয়ে

কেঁদে কেঁদে মরে।

অনলাইন আপডেট

আর্কাইভ