শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সাকিব চাইলে ফিরতে পারবেন দ্বিতীয় টেস্টে -আকরাম খান

স্পোর্টস রিপোর্টার : টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। তার সেই আবেদনে মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব যে নেই এটা নিশ্চিত। তবে পুরোপুরি তাকে ছেড়ে দিতে নারাজ বিসিবি! তাই দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার পথ উন্মুক্তই রেখেছে সংস্থাটি। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে সাকিব খেলবে না। তবে সে যদি চায় তাহলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারবে।’ আকরাম খানের কথাতেই স্পষ্ট বিশ্বসেরা অলরাউন্ডারকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বিসিবি। তবে যেই ক্লান্তির কথা শোনা যাচ্ছিল সেই বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন আকরাম খান, ‘সাকিব আমাদের সেরা ক্রিকেটার। আমরা চাই না মাশরাফির মতো ইনজুরিতে সে পড়ে যাক। সেই কথা অবশ্যই বিবেচনায় আছে।’ সিদ্ধান্ত হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব। তবে দ্বিতীয় টেস্টে সাকিব ফিরবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিব। আকরাম খান বলেন, ‘সাকিব গতকাল আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে সে বলেছে মানসিক ও শারীরিকভাবে খুব ক্লান্ত। এটা তো সত্যিই। ও অনেক বেশি ক্রিকেট খেলছে। সে কারণে একটা বিশ্রাম চেয়েছে।’ ৬ মাসের জন্য বিশ্রাম চাইলেও তাতে অবশ্য আপত্তি আছে বিসিবির। 

আকরাম খান বলেন, ‘যদিও আমরা অপশন রেখেছি। যাতে ও মন পরিবর্তন করতে পারে। তাই ছয় মাসের জন্য বিশ্রাম দিচ্ছি না। আপাতত দুই টেস্টের জন্য দেয়া হয়েছে। মাত্র ৫-৬ মিনিটেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই পাকা সিদ্ধান্ত আসতে খানিকটা সময় লাগবে। আগামী দু’এক দিনের মধ্যেই ওর চিঠির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া হবে।’ তবে টেস্ট খেলতে না চাইলেও সীমিত ওভারের ম্যাচগুলো খেলবেন সাকিব। মূলত কাজের চাপ কমাতে আপাতত সাদা পোশাকের এই ফরম্যাট থেকে বিরত থাকছেন তিনি। তাই বিশ্রাম নিয়ে নিজেকে উজ্জীবিত করেই এই ফরম্যাটে ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

অনলাইন আপডেট

আর্কাইভ