শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীলংকায় সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার : শ্রীলংকার মাটিতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বড় হার। পরের ম্যাচে শ্বাসরুদ্ধকর ১ উইকেটের জয়। এবার আর তেমন হলো না। দাপট দেখিয়েই জিতলো বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের অনানুষ্ঠানিক তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিকদের ৯৮ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩২২ রানের পাহাড়সমান পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা। দুই ওপেনার সাইফ হাসান আর মোহাম্মদ নাইমের ১২০ রানের ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সফরকারিরা। নাইম ৬৬ রানে ফেরেন দুর্ভাগ্যজনক আউটে। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (ফিল্ডিংয়ে বাধা দেয়া) আউট হন এই ওপেনার। তবে সঙ্গী সাইফ হাসান সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ১১০ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৭ রানের ঝড়ো এক ইনিংস খেলেন সাইফ। মোহাম্মদ মিঠুন করেন ৩২ রান। জবাব দিতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা ‘এ’ দল। কামিন্ডু  মেন্ডিস ৫৫ আর প্রিয়ঞ্জন ৩৪ রান করলেও দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ১২৯ রানের মধ্যে তাদের ৬ উইকেট তুলে নেন বাংলাদেশী বোলাররা। এর সঙ্গে আর ১ রান যোগ হতেই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। পরে খেলা আর শুরু করা না গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ‘এ’ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন এবাদত হোসেন আর সাইফ হাসান। আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ‘এ’ দলকে বড় লক্ষ্য দেয় সফরকারীরা। সাইফের ১১৭ ও নাঈমের ৬৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাট করতে নেমে সাইফ ও নাঈমের ব্যাটে শুরুটা ভালো করে বাংলাদেশ। আগের ম্যাচে ঝড় তোলা নাঈম এবারও শুরু থেকে চড়াও হন বোলারদের ওপর। শুরুতে একটু সময় নেন সাইফ। একটু অদ্ভূতভাবেই ভাঙে ১২০ রানের শুরুর জুটি। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ এর দায়ে ফিরে যান নাঈম। ৭৬ বলে দুই ছক্কা ও ৫ চারে ৬৬ রান করেন তিনি। সুযোগ কাজে লাগাতে আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। চতুর্থ উইকেটে সাইফকে সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন। ৯৯ রানের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। তিন অঙ্ক ছোঁয়ার পর বেশি দূর যেতে পারেননি সাইফ। ১১০ বলে ১২ চার ও তিন ছক্কায় ফিরেন ১১৭ রান করে। এক চার ও দুই ছক্কায় ৩৫ বলে ৩২ রানে থামেন অধিনায়ক মিঠুন। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। মঞ্চ প্রস্তুত ছিল আফিফ  হোসেন, আরিফুল হক, নুরুল হাসান সোহানদের জন্য। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তারা। তারপরও সবার ছোট ছোট অবদানে তিনশ’ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। শ্রীলংকার শিরান ফার্নান্দো ৪ উইকেট নেন ৫০ রানে। বিশ্ব ফার্নান্দো ৬৯ রানে তিনটি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ